IRCTC Recruitment:ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা, কর্মী নিচ্ছে IRCTC, হাতছাড়া করলে মিস করবেন!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কাছে হোক বা দূরে, দেশের বেশিরভাগ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য ভারতীয় রেলের উপর নির্ভর করে।(IRCTC Recruitment) মানুষ যতটা ভারতীয় রেলের উপর নির্ভরশীল, তারা পরোক্ষভাবে IRCTC-এর উপর নির্ভরশীল। তবে যাত্রীদের শুধুমাত্র রেলের জন্য নয়, প্লেন সহ অন্যান্য যানবাহনের জন্যও IRCTC-এর উপর নির্ভর করতে হয়।

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন টিকিট বিক্রি থেকে শুরু করে খাবার বিতরণ থেকে পর্যটকদের জন্য ট্যুর ব্যবস্থা সবকিছু নিয়ে কাজ করে। জনপ্রিয় এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যাদের শূন্য পদে নিয়োগ দেওয়া হবে তারা ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন পাবেন।

👉প্যান এবং আধার লিঙ্কিং অনলাইনের জন্য কীভাবে ১০০০ টাকা দিতে হয়? ৩১ মার্চের পর কী ঘটবে, জানা আছে?

IRCTC দ্বারা কর্মীদের নিয়োগ সংক্রান্ত সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে, তারা বলেছে যে ট্যুরিজম মনিটর বা পর্যটন পর্যবেক্ষক পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। (IRCTC Recruitment) এ ক্ষেত্রে মোট আটজনকে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক। সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। সাক্ষাৎকার নেওয়া হবে ৫ ও ৬ এপ্রিল সকাল ১০টায়। সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে কলকাতার হোটেল পোলো ফ্লোটেলে।

👉বড়ো আপডেট EPFO-র সুদ নিয়ে!মুখে হাসি ফুটবে সরকারি-বেসরকারি কর্মীদের,এখনই দেখে নিন

চাকরিপ্রত্যাশী যারা এই শূন্যপদগুলির জন্য আবেদন করতে চান তাদের বয়স 28 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়স শিথিল। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন হবে ৩০ হাজার থেকে ৩৫ হাজার।(IRCTC Recruitment) প্রার্থীদের পর্যটনে তিন বছরের স্নাতক ডিগ্রি বা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং ভ্রমণ ও পর্যটনে এক বছরের ডিপ্লোমা থাকতে হবে।

এছাড়া ট্যুর অপারেশন ফার্ম বা ট্রাভেল এজেন্সিতে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীরা তিন বছরের স্নাতক এবং দুই বছরের স্নাতকোত্তর ডিগ্রি বা ভ্রমণ ও পর্যটনে ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে ট্যুর অপারেশন ফার্ম বা ট্রাভেল এজেন্সিতে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

আরও পড়ুন »   Gold Silver Price: ফের কমল সোনার দাম! কলকাতায় আজ দর কত সোনা-রুপোর?

IRCTC Recruitment

এই সমস্ত শূন্যপদগুলি মূলত দেশের পূর্বাঞ্চলের জন্য নিয়োগ করা হবে। চাকরি প্রার্থী যারা এই শূন্যপদগুলির জন্য নির্বাচিত হবেন তাদের কলকাতা, পাটনা বা গুয়াহাটিতে পোস্ট করা হতে পারে। (IRCTC Recruitment) এই সমস্ত কর্মী তিন বছরের প্রাথমিক সময়ের জন্য নিয়োগ করা হবে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉 🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 The Physical Kissing Machine:বাজারে এলো চুমুর মেশিন! দূরে বসেও মোবাইলে পাঠান চুম্বন, অনুভূতি একই, জেনে নিন ৷

👉 Motor Vehicle Act:আপনার নামে ভুল করে ই-চালান আসলে কি করবেন,দেখে নিন পুরো পদ্ধতি।

👉 Modi Sarkar:মোদী জমানায় প্রায় দ্বিগুণ মাথাপিছু বেড়েছে আয়,কতগুণ জানেন? জানলে অবাক হবেন।

👉Pan Card Aadhaar Card Link– আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করলে বন্ধ হবে ব্যাংক অ্যাকাউন্ট? গুরুত্বপূর্ণ আপডেট দেখুন।

👉Duare Sarkar Camp 2023-পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু, কি কি প্রকল্পের সুবিধা মিলবে?

Leave a Comment

ফলো পেজ

G-news