Scholarship Update: পশ্চিমবঙ্গে পড়াশোনা করলেই পাবেন  টাকা,সেরা ৫টি স্কলারশিপ! ক্লিক করে বিস্তারিত জেনে নিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাংলায় সেরা ৫টি স্কলারশিপ! আপনি যদি রাজ্যের 5টি সেরা বৃত্তি সম্পর্কে না জানেন তবে আপনি আপনার বৃত্তি মিস করতে পারেন!(Scholarship Update) তাই যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা উচ্চ শিক্ষার বিভিন্ন কোর্সে অধ্যয়ন করছেন তাদের জন্য এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া মাধ্যমিক স্তরে প্রাথমিক বা উচ্চ প্রাথমিকে অধ্যয়নরতদের জন্য এই প্রতিবেদনটি খুবই উপযোগী। আসুন জেনে নেই এই ৫ ধরনের স্কলারশিপ পাওয়ার সহজ উপায়।

পশ্চিমবঙ্গে মেধাবী শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। কিন্তু এই রাজ্যের ২১ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। ফলে শিক্ষা অনেকের কাছে স্বপ্নে পরিণত হয়েছে। ভালো লেখাপড়ার পরও অনেক ক্ষেত্রে আর্থিক অবস্থা খারাপের কারণে তারা উচ্চশিক্ষা পায় না। কিন্তু আজকে আমরা এই সকল ছাত্রছাত্রীদের সুবিধার্থে কিছু বৃত্তির কথা বলব।

এই বৃত্তির সাহায্যে পড়াশোনা করা সহজ হবে। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের মেধাবী হতে হবে। এই বৃত্তি পাওয়ার জন্য, তাদের পরীক্ষার নম্বর, আর্থিক অবস্থা এবং তারা কোন কোর্সে অধ্যয়ন করছে সে সম্পর্কে তাদের জানাতে হবে। কারণ বিভিন্ন কাজের জন্য বিভিন্ন পরিমাণ বৃত্তি রয়েছে। তো আর দেরি না করে শুরু করা যাক এই প্রতিবেদন। আমাদের রাজ্যে বেশ কিছু স্কলারশিপ চলছে।

👉 DA Meeting: ডিএ নিয়ে মিটিং সরকারি কর্মীদের সাথে, তবে মানতে হবে এই শর্ত। দেখুন, বড়ো আপডেট!

কিন্তু অনেক সময় ছাত্র-ছাত্রীরা এই Scholarship সম্পর্কে জানতে পারে না। যার ফলে তারা আবেদনও করতে পারে না আর এসব স্কলারশিপের লাভ ওঠাতে পারে না। (Scholarship Update) এইসব স্কলারশিপ সম্পর্কে তথ্য না জানতে পারার কারণে ছাত্র-ছাত্রীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারে না। আর এই কারণে রাজ্য সরকারও মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্য করে উঠতে পারে না। এইসব স্কলারশিপ নিয়ে ছাত্র-ছাত্রীদের মনে অনেক প্রশ্ন। এই প্রতিবেদনে সেইসব প্রশ্নের উত্তর আমরা দেব।

চলুন জেনে নিই আজকে পাঁচটি বৃত্তি সম্পর্কে :-

১. নবান্ন স্কলারশিপ:-

আমরা প্রথমে নাভান্না স্কলারশিপের কথা বলব। এই বৃত্তি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিক পাস করা শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরাই নয়, উচ্চ মাধ্যমিক পাশ করা এবং স্নাতকে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

এই একই Scholarship উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীদের কাছে উত্তর কন্যাস স্কলারশিপ ও দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে নবান্ন স্কলারশিপ নামে পরিচিত। এবার আপনারা জেনে নিন কত মার্কস পেলে ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। একাদশ, দ্বাদশ ও স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করার জন্য তাদের শেষ পরীক্ষায় ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। আর স্নাতকোত্তর স্তরে ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপে আবেদনের জন্য শেষ পরীক্ষায় ৫০ শতাংশ থেকে 53 শতাংশ নম্বর পেতে হবে।

এই Scholarship- এ আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের পারিবারিক বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকার নিচে হতে হবে‌। তবে এই স্কলারশীপে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট কোন সময়সীমা থাকে না। সারা বছর এই স্কলারশিপে তারা চাইলে আবেদন করতে পারবে। তবে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে Wbcmo.gov.in ওয়েবসাইটটিতে লগইন করে প্রয়োজনীয় নথি পূরণ করে আবেদন করতে হবে। তবে ছাত্রছাত্রীরা চাইলে পোষ্টের মাধ্যমেও ফর্মটি অফিসে পাঠাতে পারবে।

২. ঐক্যশ্রী প্রকল্প:-

এবার আমরা কথা বলব। এই প্রকল্প একমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য। যেমন:- খ্রিস্টান, শিখ, মুসলিম, বৌদ্ধ, পার্সি ও জৈন সম্প্রদায়। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এইসব সম্প্রদায়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্য করতে ঐক্যশ্রী স্কলারশিপ চালু করেছে। এই স্কলারশিপ একেবারে প্রথম শ্রেণী থেকে শুরু করে পিএইচডি স্তরের ছাত্রছাত্রীরা পেয়ে থাকে।

তবে এই স্কলারশিপকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে।

 প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ ও মেরিট কাম মিনস স্কলারশিপ। আপনাদের বলে রাখি প্রি মেট্রিক স্কলারশিপ এর ক্ষেত্রে প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। আর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এর ক্ষেত্রে একাদশ শ্রেণী থেকে শুরু করে পিএইচডির ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। এই স্কলারশিপ -এ আবেদন করার জন্য আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।

আর যে সমস্ত ছাত্রছাত্রীরা কারিগরি ক্ষেত্রে পড়াশোনা করছে তারা মেরিট কাম মিনস্ -এ আবেদন করতে পারবে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের পরিবারের বাৎসরিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকা কম হতে হবে। এই স্কলারশিপ -এ ছাত্রছাত্রীরা ১১০০ টাকা থেকে শুরু করে ১৬,৫০০ টাকা পর্যন্ত পেয়ে থাকে।‌ এই স্কলারশিপে আবেদন করার ওয়েবসাইটটি হল- serv6.wbmdfcscholarship.org

৩. ওয়েসিস স্কলারশিপ:-

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু শ্রেণির শিক্ষার্থীরা অর্থাৎ তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি, ওবিসি সম্প্রদায়ের শিক্ষার্থীরা এই বৃত্তির অধীনে অনুদান পায়। এই বৃত্তিটি 9ম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পাশ করা ছাত্রদের জন্য উপলব্ধ। এই স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট হল- Oasis.gov.in।

Scholarship Update

৪. মেধাশ্রী স্কলারশিপ:-

এই বৃত্তি পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগের অন্তর্গত। এর অধীনে ওবিসি সম্প্রদায়ের ছাত্ররা অনুদান পায়। এই বৃত্তিটি পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য উপলব্ধ। এই বৃত্তির আবেদন শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্পেই সম্ভব।

৫. শিক্ষাশ্রী স্কলারশিপ:-

এই বৃত্তি পশ্চিমবঙ্গের তফশিলি জাতি এবং তফসিলি উপজাতি ছাত্রদের দেওয়া হয়। এই বৃত্তি পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য উপলব্ধ।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉 🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇 

👉বড়ো আপডেট EPFO-র সুদ নিয়ে!মুখে হাসি ফুটবে সরকারি-বেসরকারি কর্মীদের,এখনই দেখে নিন।

👉Post Office Scheme:সুখবর সুদ বাড়াল কেন্দ্র! দ্বিগুণ টাকা পোস্ট অফিসের এই স্কিমে

👉 Modi Sarkar:মোদী জমানায় প্রায় দ্বিগুণ মাথাপিছু বেড়েছে আয়,কতগুণ জানেন? জানলে অবাক হবেন।

👉প্যান এবং আধার লিঙ্কিং অনলাইনের জন্য কীভাবে ১০০০ টাকা দিতে হয়? ৩১ মার্চের পর কী ঘটবে, জানা আছে?

👉Duare Sarkar Camp 2023-পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু, কি কি প্রকল্পের সুবিধা মিলবে?

Leave a Comment

ফলো পেজ

G-news