Bhabishyat Credit Card Apply:আবেদন করুন ‘ভবিষ্যৎ’ ক্রেডিট কার্ড-এ পেয়ে যান ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন, বিস্তারিত জানতে ক্লিক করুন 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bhabishyat Credit Card Apply: পশ্চিমবঙ্গের দুয়ারে সরকার রাজ্যের যুবকদের ভবিষ্যত গড়ার একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে (দুয়ারে সরকার 2023)। রাজ্যের এই নতুন প্রকল্পের মাধ্যমে যুবকরা 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন। শিক্ষার পর আর্থিকভাবে স্বাবলম্বী হতে রাজ্য সরকার ‘ফিউচার ক্রেডিট কার্ড’ চালু করেছে। (Bhabishyat Credit Card)।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কি? (What is Bhabishyat Credit Card)

ভবিষ্যত ক্রেডিট কার্ড প্রকল্পটি 1লা এপ্রিল 2023 থেকে কার্যকর করা হয়েছে৷ এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের বেকার যুবকদের 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে৷ কিন্তু এই টাকা ঠিক সেভাবে দেওয়া হচ্ছে না। রাজ্যের যুবকরা খুব কম সুদে এই প্রকল্প থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিয়ে একটি নতুন ব্যবসা শুরু করতে পারে। তবে এই ঋণের গ্যারান্টার হবে রাজ্য সরকার নিজেই।

👉 আধার কার্ড বানাবেন? এই যোগ্যতা বাধ্যতামূলক! ক্লিক করে জেনে নিন

কারা এই সুযোগ পাবেন? (Bhabishyat Credit Card Eligibility)

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পেতে হলে নিচের এই যোগ্যতাগুলি থাকতে হবে –

  • ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের অন্তত ১০ বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪৫ বছর।
  • একটি পরিবারের শুধুমাত্র একজন ব্যক্তি এই প্রকল্পের অধীনে যোগ্য।
  • যারা রাজ্য সরকারের কর্মসাথী প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে তারা এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
  • শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক আয়ের কোনো মাপকাঠি রাখা হয়নি।
  • উৎপাদন, পরিষেবা, খামার খাতে (ডেয়ারী, হাঁস-মুরগি, মাছ, শুকর পালন ইত্যাদি), ট্রেডিং/ব্যবসায়ীরা এই ঋণ পাবেন।
আরও পড়ুন »   KISAN NEWS: কৃষকদের জন্য সুখবর! প্রতি মাসে এত হাজার টাকা দেবে সরকার

ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া (Bhabishyat Credit Card Application Process)

দুয়ারে সরকার ক্যাম্প ১লা এপ্রিল থেকে শুরু হয়েছে, রাজ্য সরকার ভবিষ্যতের ক্রেডিট কার্ডের জন্য আবেদন গ্রহণ করা শুরু করেছে। সবার ঘরে ঘরে সরকারি ক্যাম্প চলছে। সেখানে যান এবং ভবিষ্যতে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করুন।

Bhabishyat Credit Card Apply

এছাড়াও আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

👉 আসছে পিএম কিষাণ যোজনার ১৪তম কিস্তির টাকা, তালিকায় রয়েছে তো আপনার নাম?

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আবেদনকারীর পরিচয়পত্র
  • বসবাসের প্রমাণপত্র
  • পাসপোর্ট সাইজের রঙিন ফটো
  • বয়সের প্রমাণপত্র

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉 🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇 

👉বড়ো আপডেট EPFO-র সুদ নিয়ে!মুখে হাসি ফুটবে সরকারি-বেসরকারি কর্মীদের,এখনই দেখে নিন।

👉Post Office Scheme:সুখবর সুদ বাড়াল কেন্দ্র! দ্বিগুণ টাকা পোস্ট অফিসের এই স্কিমে

👉 Modi Sarkar:মোদী জমানায় প্রায় দ্বিগুণ মাথাপিছু বেড়েছে আয়,কতগুণ জানেন? জানলে অবাক হবেন।

👉প্যান এবং আধার লিঙ্কিং অনলাইনের জন্য কীভাবে ১০০০ টাকা দিতে হয়? ৩১ মার্চের পর কী ঘটবে, জানা আছে?

👉Duare Sarkar Camp 2023-পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু, কি কি প্রকল্পের সুবিধা মিলবে?

Leave a Comment

ফলো পেজ

G-news