PM Kisan Yojana Latest Update – আসছে পিএম কিষাণ যোজনার ১৪তম কিস্তির টাকা, তালিকায় রয়েছে তো আপনার নাম?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৩তম কিস্তির টাকা গত ২৭ ফেব্রুয়ারি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছিল।(PM Kisan Yojana Latest Update )এবার ১৪তম কিস্তির পালা। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার শীঘ্রই পরবর্তী কিস্তির টাকা পাঠাবে। কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করা হয়েছিল।

👉 আপনার আধার কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে? পুনরায় কিভাবে পাবেন জেনে নিন

PM Kisan Yojana -র সরকার ভারতের সমস্ত কভার কৃষকদের প্রতি বছর ৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে। প্রতি বছর ২,০০০ টাকার তিনটি কিস্তিতে কৃষকদের মোট ৬,০০০ টাকা দেওয়া হয়। এই প্রকল্পটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অন্তর্ভুক্ত করে, যাদের দুই হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি রয়েছে। সূত্রের খবর, প্রায় ৯ কোটি কৃষক এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছেন।

👉 আধার কার্ড বানাবেন? এই যোগ্যতা বাধ্যতামূলক! ক্লিক করে জেনে নিন

PM Kisan Yojana-র স্ট্যাটাস চেক করার পদ্ধতি:-

  • PM Kisan Yojana Payment Status Check করার জন্য প্রথমে PM Kisan -এর অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in -এর হোমপেজে যেতে হবে।
  • এরপর Beneficiary Status অপশনে ক্লিক করতে হবে।
  • ক্লিক করার পর মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
  • সঠিক ক্যাপচা কোড পূরণ করে Get Data অপশনে ক্লিক করতে হবে।
  • ক্লিক করার সঙ্গে সঙ্গে Beneficiary Status চলে আসবে এবং সেখান থেকে জানা যাবে বিশদে।

PM Kisan Yojana Latest Update

টাকা আসবে কিনা বুঝবেন কিকরে:-

e-KYC ও Eligibility, Land Seeding – মতো অপশনের কাছে কি লেখা আছে দেখতে হবে।(PM Kisan Yojana Latest Update )এর মধ্যে যদি কোনো অপশনে ‘No’ লেখা থাকে তাহলে বুঝতে হবে যে ওই কৃষক টাকা নাও পেতে পারেন। আর যদি ‘Yes’ লেখা থাকে তাহলে কিস্তির টাকা পাবেন। তাহলে আর দেরি না করে এখনই চেক করে নিন PM Kisan Yojana -র টাকা পাবেন কিনা।

আরও পড়ুন »   PM Vishwakarma Yojana How to Apply | প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কীভাবে আবেদন করবেন | PM Vishwakarma Yojana Bengali

                   

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉 🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇 

👉বড়ো আপডেট EPFO-র সুদ নিয়ে!মুখে হাসি ফুটবে সরকারি-বেসরকারি কর্মীদের,এখনই দেখে নিন।

👉Post Office Scheme:সুখবর সুদ বাড়াল কেন্দ্র! দ্বিগুণ টাকা পোস্ট অফিসের এই স্কিমে

👉 Modi Sarkar:মোদী জমানায় প্রায় দ্বিগুণ মাথাপিছু বেড়েছে আয়,কতগুণ জানেন? জানলে অবাক হবেন।

👉প্যান এবং আধার লিঙ্কিং অনলাইনের জন্য কীভাবে ১০০০ টাকা দিতে হয়? ৩১ মার্চের পর কী ঘটবে, জানা আছে?

👉Duare Sarkar Camp 2023-পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু, কি কি প্রকল্পের সুবিধা মিলবে?

Leave a Comment

ফলো পেজ

G-news