রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর  প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন, বিস্তারিত জানতে ক্লিক করুন | Yuvashree Prakalpa Apply online 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সারা দেশে বেকার যুবকের সংখ্যা বাড়ছে। (Yuvashree Prakalpa Apply online 2023)এমন পরিস্থিতিতে রাজ্যের বেকার যুবকদের কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এসেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে রাজ্যে বহু প্রকল্প চালু হয়েছে। এর মধ্যে তিনি বেকার যুবকদের জন্য যুবশ্রী প্রকল্প চালু করেন। রাজ্যের বেকার যুবকরা এই প্রকল্পে আবেদন করে প্রতি মাসে 1500 টাকা পাবেন।

এই যুবশ্রী প্রকল্পটি পশ্চিমবঙ্গের বেকার যুবকদের কিছুটা স্বস্তি দিতে এবং তারা যাতে সঠিক চাকরি খোঁজার জন্য তাদের সংগ্রাম চালিয়ে যেতে পারে তা নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে। এবার জেনে নেওয়া যাক যুবশ্রী প্রকল্পের সুবিধা কারা পাবেন?

যুবশ্রী প্রকল্পে আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারী যুবক বা যুবতীকে অবশ্যই বেকার হতে হবে।
  • বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে
  • নূন্যতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে। তবে কোনো একটি জাতীয় প্রশিক্ষণের সঙ্গে যুক্ত আছেন তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

যুবশ্রী প্রকল্পের সুবিধা

  • এই প্রকল্পের আওতায় থাকা বেকার যুবক-যুবতদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।

যুবশ্রী প্রকল্পে আবেদন করবেন কিভাবে

যুবশ্রী প্রকল্পে আবেদন প্রক্রিয়া (Yuvashree Prakalpa Application Process) জানার জন্য আপনাকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে –

  • Yuvashree Prakalpa Apply online করার জন্য সবার প্রথমে আপনাকে https://employmentbankwb.gov.in/ -এর হোমপেজে যেতে হবে।
  • এরপর New Enrollment Job Seeker অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর সমস্ত শর্তাবলী ভালো করে পড়ে Accept & Continue অপশনে ক্লিক করতে হবে।
  • ক্লিক করার পর আপনার সামনে একটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, সেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে করে ফর্মটি পূরণ করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। (পাসপোর্ট সাইজের ফটো সহ সিগনেচার এবং CV ইত্যাদি)
  • সবশেষে Submit অপশনে ক্লিক করতে হবে।
  •  সাবমিট করার পর আবেদনপত্রের প্রিন্টআউট বের করে নিতে হবে।
আরও পড়ুন »   PMMVY Scheme: এবার সন্তান জন্ম দিলে পাবেন ৫ হাজার টাকা,মোদী সরকারের নতুন স্কিম! ক্লিক করে বিস্তারিত জেনে নিন

Yuvashree Prakalpa Apply online 2023

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস

  • রেশন কার্ড / আধার কার্ড / ভোটার কার্ড
  • নিজের ছবি, সিগনেচার
  • CV / বায়ো-ডাটা
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
  • মোবাইল নম্বর এবং ইমেইল আইডি
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)

সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্প চলছে, সেখানে গিয়েও যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারেন।

                                                                                   

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉 🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇 

👉বড়ো আপডেট EPFO-র সুদ নিয়ে!মুখে হাসি ফুটবে সরকারি-বেসরকারি কর্মীদের,এখনই দেখে নিন।

👉Post Office Scheme:সুখবর সুদ বাড়াল কেন্দ্র! দ্বিগুণ টাকা পোস্ট অফিসের এই স্কিমে

👉 Modi Sarkar:মোদী জমানায় প্রায় দ্বিগুণ মাথাপিছু বেড়েছে আয়,কতগুণ জানেন? জানলে অবাক হবেন।

👉প্যান এবং আধার লিঙ্কিং অনলাইনের জন্য কীভাবে ১০০০ টাকা দিতে হয়? ৩১ মার্চের পর কী ঘটবে, জানা আছে?

👉Duare Sarkar Camp 2023-পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু, কি কি প্রকল্পের সুবিধা মিলবে?

Leave a Comment

ফলো পেজ

G-news