ভারতের অধিকাংশ মানুষের কাছে রেশন (Ration) খুবই গুরুত্বপূর্ণ ব্যবস্থা।(Ration Special Package For Ramadan) এই ব্যবস্থার মাধ্যমে দেশের ৮০ কোটিরও বেশি মানুষ বিনামূল্যে বা স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী পান। দেশে অনেক মানুষ আছে যারা এই রেশন ব্যবস্থার মাধ্যমে প্রাপ্ত খাদ্য সামগ্রীর উপর বেঁচে থাকে।
রেশনের গুরুত্বের কথা মাথায় রেখে সরকার বিভিন্ন শ্রেণীর রেশন কার্ড চালু করেছে। বিভিন্ন বিভাগের এই সমস্ত রেশন কার্ডগুলি বিভিন্ন পরিমাণে খাদ্য সামগ্রী সরবরাহ করে। পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দফতরের তরফ থেকে কোনও মাসে কী পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হবে তা আগেই জানিয়ে দেওয়া হয়। যাতে কেউ হোঁচট না খায়।
👉UPI New Rules:লেনদেনে আসছে বড়ো পরিবর্তন, নতুন নিয়মে খসবে বাড়তি টাকা
অন্যদিকে, রমজান মাস চলার কারণে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগ বিশেষ প্যাকেজ (রমজানের জন্য রেশন বিশেষ প্যাকেজ) দেবে। রমজান মাসে চিনি, ছোলা এবং ময়দা রাজ্য সরকার ভর্তুকি দেবে।(Ration Special Package For Ramzan) যদিও এই সুবিধা সব গ্রাহকদের দেওয়া হবে না। শুধুমাত্র অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) এবং বিশেষ অগ্রাধিকার (SPHH) রেশন কার্ড গ্রাহকরা এই সুবিধা পাবেন৷ এই সুবিধাটি ২৪ মার্চ শুরু হয়েছিল এবং ২১ এপ্রিল পর্যন্ত চলবে।
রমজান মাসে দেওয়া বিশেষ প্যাকেজের মধ্যে অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) এবং বিশেষ অগ্রাধিকার (SPHH) কার্ডধারীরা পরিবার প্রতি এক কেজি চিনি পাবেন। ১ কেজি চিনির জন্য তাদের দিতে হয় ৩২ টাকা। এছাড়াও, প্রতিটি পরিবারকে এক কেজি ছোলা দেওয়া হবে এবং এর জন্য তাদের দিতে হবে ৪৯ টাকা। প্রতিটি পরিবারকে এক কেজি আটা দেওয়া হবে এবং দাম হবে ৩০ টাকা।
অন্যদিকে, অন্ত্যোদয় অন্নযোজনা কার্ডধারীরাও প্রতি কেজি ১৩.৫০ পয়সা দরে চিনি পাবেন। কিন্তু রমজান মাসের জন্য যে বিশেষ প্যাকেজ দেওয়া হচ্ছে তার চিনি নিতে হলে দিতে হবে ৩২ টাকা।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉বড়ো আপডেট EPFO-র সুদ নিয়ে!মুখে হাসি ফুটবে সরকারি-বেসরকারি কর্মীদের,এখনই দেখে নিন।
👉High Return Savings Scheme:শুধু সুদ থেকেই ৫ বছরে আয় হবে ৬ লাখ টাকা, জানুন সেরা ঠিকানা।
👉 Modi Sarkar:মোদী জমানায় প্রায় দ্বিগুণ মাথাপিছু বেড়েছে আয়,কতগুণ জানেন? জানলে অবাক হবেন।
👉প্যান এবং আধার লিঙ্কিং অনলাইনের জন্য কীভাবে ১০০০ টাকা দিতে হয়? ৩১ মার্চের পর কী ঘটবে, জানা আছে?
👉Duare Sarkar Camp 2023-পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু, কি কি প্রকল্পের সুবিধা মিলবে?