Gas and Medicine Price Hike:রান্নার গ্যাস থেকে ওষুধের দাম, ১ এপ্রিলে ৭ নিয়মে বদল,চাপ বাড়বে মধ্যবিত্তের ওপর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রতি মাসের শুরুতে সরকারের পক্ষ থেকে বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়। (Gas and Medicine Price Hike)এই নিয়ন্ত্রক পরিবর্তনগুলির মধ্যে রয়েছে যেগুলি আমাদের সমাজের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। আর সেই সব কিছুর পরিবর্তন হলে হয় আমাদের জনগণের পকেটে চাপ পড়বে নয়তো চাপ কমবে। ঠিক সেভাবেই ১ এপ্রিল থেকে ৭টি নিয়মে পরিবর্তন আসছে। দেখা যাক এর প্রভাব কতটা পড়বে।

১. প্রতি মাসের শুরুতে ঘরোয়া বা বাণিজ্যিক ব্যবহারের জন্য রান্নার গ্যাসের দাম পরিবর্তন করা হয়। আন্তর্জাতিক বাজারের দর মাথায় রেখে কোনো কোনো মাসে দাম কমতে এবং কোনো মাসে বাড়তে দেখা যায়। (Gas and Medicine Price Hike) এপ্রিলের শুরুতে অনুরূপ পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। তবে রান্নার গ্যাসের দাম কমবে নাকি বাড়বে সেটাই এখন দেখার।

👉UPI New Rules:লেনদেনে আসছে বড়ো পরিবর্তন, নতুন নিয়মে খসবে বাড়তি টাকা

২. সোনা বিক্রি করার ক্ষেত্রে ১ এপ্রিল থেকে বদল আনা হচ্ছে। আগে যেখানে চার সংখ্যার হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন (HUID) ব্যবহার করা হতো ১ এপ্রিল থেকে সেই জায়গায় আনা হবে ছয় ডিজিটের HUID। এবার এই ছয় ডিজিটের হলমার্ক দিয়েই সোনা বিক্রি করতে হবে।

৩. ১ এপ্রিল থেকে বীমা আয়ের উপর করের পরিবর্তনও রয়েছে। বাজেটে উচ্চ প্রিমিয়াম বীমা থেকে আয়ের উপর কর ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে, যদি কোনও ব্যক্তির বার্ষিক বীমা প্রিমিয়ামের পরিমাণ 5 লক্ষ টাকার বেশি হয় তবে সেখান থেকে আয়ের উপর কর দিতে হবে।

👉প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা আবার বাড়ানো হল, এবার খরচ হবে 1000 টাকা

৪. ১ এপ্রিল থেকে বেশ কিছু ওষুধের দাম বাড়তে চলেছে। এই তালিকায় রয়েছে পেইন কিলার, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ইনফেকটিভ এবং কার্ডিয়াক ওষুধ। নতুন যে দাম ধার্য হচ্ছে তাতে ওষুধের দাম ১২ শতাংশ বৃদ্ধি পাবে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ওষুধের দাম বাড়ানো অথবা কমানোর কাজ করে থাকে।

আরও পড়ুন »   Labor Code:দেশের নতুন লেবার কোড, আপনার শ্রমজীবনে! কি কি সুবিধা দেবে জেনে নিন 

৫. সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (SCSS) বিনিয়োগের পরিমাণ ১৫ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে করা হয়েছে ৩০ লক্ষ টাকা। পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিমে (POMIS) বিনিয়োগের ঊর্ধ্বসীমা ৪ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে করা হয়েছে ৯ লক্ষ টাকা। এই সকল সব নিয়ম চালু হবে ১ এপ্রিল।

Gas and Medicine Price Hike

৬. পরিবেশ দূষণ ঠেকাতে নতুন নিয়ম এনেছে কেন্দ্র এবং সেই নিয়ম জারি হচ্ছে ১ এপ্রিল। এই নিয়ম জারি হচ্ছে যানবাহনের ক্ষেত্রে। গাড়ি সংস্থাগুলির ক্ষেত্রে রিয়েল ড্রাইভিং এমিশন ও E20 নিয়ম লাগু হতে চলেছে।

৭.এপ্রিল মাসে ব্যাংকিং কার্যক্রম থাকলে গ্রাহকদের ছুটির তালিকা দেখে ব্যাংক শাখায় যেতে হবে। কারণ এপ্রিলে লম্বা ছুটি থাকে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉 🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉বড়ো আপডেট EPFO-র সুদ নিয়ে!মুখে হাসি ফুটবে সরকারি-বেসরকারি কর্মীদের,এখনই দেখে নিন

👉High Return Savings Scheme:শুধু সুদ থেকেই ৫ বছরে আয় হবে ৬ লাখ টাকা, জানুন সেরা ঠিকানা

👉 Modi Sarkar:মোদী জমানায় প্রায় দ্বিগুণ মাথাপিছু বেড়েছে আয়,কতগুণ জানেন? জানলে অবাক হবেন।

👉প্যান এবং আধার লিঙ্কিং অনলাইনের জন্য কীভাবে ১০০০ টাকা দিতে হয়? ৩১ মার্চের পর কী ঘটবে, জানা আছে?

👉Duare Sarkar Camp 2023-পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু, কি কি প্রকল্পের সুবিধা মিলবে?

Leave a Comment

ফলো পেজ

G-news