EPFO Update: এবার ঘরে বসেই তুলুন পিএফ-এর টাকা, ক্লিক করে জেনে নিন বিস্তারিত

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

EPFO Update: বর্তমানে, PF গ্রাহকরা Umang অ্যাপের সাহায্যে একটি বিশাল সুবিধা পাচ্ছেন। (EPFO Update) এ বার প্রভিডেন্ট ফান্ডের টাকা EPFO ​​অফিসে না গিয়ে ঘরে বসেই তোলা যাবে। এর জন্য গ্রাহকদের কিছু কাজ করতে হবে।

 (EPFO Update) প্রভিডেন্ট ফান্ড কী ?

  • প্রতিটি অফিসের বেতন কাঠামো অনুযায়ী সকল কর্মজীবীদের বেতনের একটি ক্ষুদ্র অংশ কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থার কাছে জমা হয়।

কখন EPFO থেকে টাকা তোলা যায়? (EPFO Update)

  • কর্মজীবনে অবসর গ্রহণের পর পিএফ অ্যাকাউন্টধারীরা EPFO- তে জমা করা পরিমাণের ১০০ শতাংশ তুলে নিতে পারেন।
  • যদিও EPFO ​​অ্যাকাউন্ট হোল্ডাররা জরুরী পরিস্থিতিতে PF অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন, তবে টাকা তোলার আগে তাদের কর্তৃপক্ষকে জানাতে হবে।
  • এছাড়াও হঠাৎ প্রয়োজন হলে উমং অ্যাপের (Umang App) সাহায্যে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা সম্ভব।

👉 ব্যাংকে টাকা না থাকলেও হবে লেনদেন,UPI ব্যাবহারকারীদের জন্য সুখবর! ক্লিক করে বিস্তারিত জানুন

কোন জরুরি অবস্থায় পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়?

  • অবসর গ্রহণ ছাড়াও একজন কর্মচারী বাড়ি মেরামত, সন্তানদের লেখাপড়া, বিয়ের খরচ, পরিবারের সদস্য বা নিজের অসুস্থতার জন্যও টাকা তুলতে পারেন।

EPFO Update

 কীভাবে ঘরে বসে পিএফ-এর টাকা পাবেন(EPFO Update)

EPFO অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনেক উপায় আছে। কিন্তু উমং অ্যাপের সাহায্যে এই কাজটি ঘরে বসেই করা যায় সহজেই। তবে এক্ষেত্রে পিএফ-এর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) আধারের সাথে লিঙ্ক করা উচিত।

  • দেখে নেওয়া যাক উমং (UMANG) অ্যাপের মাধ্যমে টাকা তোলার সহজ উপায়:
  • প্রথমে মোবাইলে উমং অ্যাপটি ডাউনলোড করে রেজিস্টার করতে হবে। এরপর বৈধ মোবাইল নম্বর দিতে হবে।
  • Umang অ্যাপের মধ্যে থাকা অনেকগুলি বিকল্পের মধ্য থেকে EPFO-এর অপশনটি বেছে নিতে হবে।
  • এরপর ক্লেইম অপশনে গিয়ে UAN নম্বরটি পূরন করতে হবে।
  • এরপর EPFO -তে রেজিস্টার মোবাইল নম্বরে আসা ওটিপি (OTP) লিখতে হবে। এরপর পিএফ টাকা তোলার ধরন বেছে নিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে। এরপর ফর্মটি জমা দিতে হবে।
আরও পড়ুন »   Shopping Mall: শপিংমলে বাথরুমের দরজার নীচে ফাঁকা থাকে কেন? জানলে অবাক হবেন! ক্লিক করে জেনে নিন বিস্তারিত

তারপর অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য একটি রেফারেন্স নম্বর পাওয়া যাবে। (EPFO Update)এই নম্বরের মাধ্যমে টাকা তোলার অনুরোধ ট্র্যাক করা যেতে পারে এবং আগামী 3-5 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা জমা হবে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉 🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇 

👉বড়ো আপডেট EPFO-র সুদ নিয়ে!মুখে হাসি ফুটবে সরকারি-বেসরকারি কর্মীদের,এখনই দেখে নিন।

👉Post Office Scheme:সুখবর সুদ বাড়াল কেন্দ্র! দ্বিগুণ টাকা পোস্ট অফিসের এই স্কিমে

👉 Modi Sarkar:মোদী জমানায় প্রায় দ্বিগুণ মাথাপিছু বেড়েছে আয়,কতগুণ জানেন? জানলে অবাক হবেন।

👉প্যান এবং আধার লিঙ্কিং অনলাইনের জন্য কীভাবে ১০০০ টাকা দিতে হয়? ৩১ মার্চের পর কী ঘটবে, জানা আছে?

👉Duare Sarkar Camp 2023-পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু, কি কি প্রকল্পের সুবিধা মিলবে?

Leave a Comment

ফলো পেজ

G-news