Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা সরকারের, মানতেই হবে এই শর্ত!  ক্লিক করে জেনে নিন বিস্তারিত

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছিল। (Lakshmir Bhandar) এই প্রকল্পের অধীনে মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা পান। তবে এবার লক্ষ্মীভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার শর্ত মেনে রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। ৩১ মার্চ মহিলা, শিশু ও সমাজকল্যাণ অধিদপ্তর এই বিজ্ঞপ্তি জারি করেছে।

কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে?

স্কিমের বরাদ্দের টাকা সেই মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার নম্বরের সাথে লিঙ্ক করা আছে। তবে যাদের অ্যাকাউন্ট আধারের সঙ্গে যুক্ত নয় তাদের টাকা দেওয়া হবে কি না তা স্পষ্ট নয়।

প্রসঙ্গত উল্লেখ্য, দুয়ারে সরকার ক্যাম্পের সময় সবচেয়ে বেশি যে প্রকল্পগুলিতে আবেদন করা হয় তা হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। পূর্বের নিয়ম অনুসারে স্বাস্থ্য সাথী কার্ড না থাকলে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাওয়া যেত না। যদিও এই নিয়মের ক্ষেত্রে পরিবর্তন এসছে।নতুন নিয়ম অনুসারে স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও মিলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। যাতে খুশি হয়েছেন রাজ্যের মহিলারা।

👉 শপিংমলে বাথরুমের দরজার নীচে ফাঁকা থাকে কেন? জানলে অবাক হবেন! ক্লিক করে জেনে নিন বিস্তারিত

নতুন বছরে দুয়ারে সরকার ক্যাম্পের মোট প্রকল্পের সংখ্যা:

  • মোট ৩৩টি প্রকল্প রাখা রয়েছে। যার মধ্যে মোট ৬ টি প্রকল্পে সবচেয়ে বেশি আবেদনপত্র জমা পড়েছে। নবান্ন সূত্রের খবর অনুযায়ী, এর দ্বিতীয় স্থানে রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প।

নতুন বছর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত আবেদনপত্র জমা পড়েছে (Lakshmir Bhandar)

  • নতুন বছর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনও পর্যন্ত ২লক্ষ ৩৬হাজার ৪৭৮টি আবেদনপত্র জমা পড়েছে।
  • জেনে নিন, নতুন বছর স্বাস্থ্য সাথী প্রকল্পে কত আবেদনপত্র জমা পড়েছে?
  • চলতি বছর এখনও পর্যন্ত স্বাস্থ্য সাথী প্রকল্পে ১লক্ষ ৮১হাজার ২৩১টি আবেদনপত্র জমা পড়েছে।
আরও পড়ুন »   PM Kisan Yojana Latest Update – আসছে পিএম কিষাণ যোজনার ১৪তম কিস্তির টাকা, তালিকায় রয়েছে তো আপনার নাম?

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য কী কী শর্ত প্রযোজ্য(Lakshmir Bhandar)?

  • সরকারি নিয়মানুসারে, মহিলাকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • মহিলার বয়স ২৫-৬০ বছরের মধ্যে হতে হবে।
  • সরকারি কর্মচারী হওয়া যাবে না।

Lakshmir Bhandar

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যাবতীয় তথ্য কোথায় মিলবে(Lakshmir Bhandar)?

  • যে কোনো মহিলা socialsecurity.wb.gov.in-এ গিয়ে আবেদনের স্থিতি দেখতে পারবেন। এর পাশাপাশি দুয়ারে সরকার’ (Duare Sarkar) ক্যাম্পে গিয়েও এ বিষয়ে বিশদ তথ্য পাওয়া যাবে।
  • লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র কোথায় জমা করবেন?
  • রাজ্যজুড়ে ২হাজারের বেশি দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া যাবে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉 🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇 

👉বড়ো আপডেট EPFO-র সুদ নিয়ে!মুখে হাসি ফুটবে সরকারি-বেসরকারি কর্মীদের,এখনই দেখে নিন।

👉Post Office Scheme:সুখবর সুদ বাড়াল কেন্দ্র! দ্বিগুণ টাকা পোস্ট অফিসের এই স্কিমে

👉 Modi Sarkar:মোদী জমানায় প্রায় দ্বিগুণ মাথাপিছু বেড়েছে আয়,কতগুণ জানেন? জানলে অবাক হবেন।

👉প্যান এবং আধার লিঙ্কিং অনলাইনের জন্য কীভাবে ১০০০ টাকা দিতে হয়? ৩১ মার্চের পর কী ঘটবে, জানা আছে?

👉Duare Sarkar Camp 2023-পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু, কি কি প্রকল্পের সুবিধা মিলবে?

Leave a Comment

ফলো পেজ

G-news