Blue Aadhar Card – ভারতে চালু হলো ব্লু আধার কার্ড,  বিশেষ কী সুবিধা পাবেন এতে? ক্লিক করে বিস্তারিত জেনে নিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ড বর্তমানে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসাবে বিবেচিত হয়, তাদের কার্ডের নাম (Blue Aadhar Card) নীল আধার কার্ড। প্রাপ্তবয়স্কদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে প্যান কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ড বা মোবাইল ফোনের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু আপনি কি জানেন যে শিশুদের জন্যও আধার কার্ড দেওয়া যেতে পারে, নির্দেশ জারি করা হয়েছে। এই আধার কার্ডের নাম নীল আধার কার্ড। এই আধার কার্ড দেখতে নীল রঙের, তাই এর নাম। কি সুবিধা পাওয়া যাবে? আমরা সবাই জানি আধার কার্ডে ১২ ডিজিটের নম্বর থাকে, যাকে বলা হয় UID নম্বর।

👉 শপিংমলে বাথরুমের দরজার নীচে ফাঁকা থাকে কেন? জানলে অবাক হবেন! ক্লিক করে জেনে নিন বিস্তারিত

এবং এই সংখ্যা প্রত্যেকের জন্য আলাদা। এই নম্বর যাচাই করে ওই ব্যক্তির পরিচয় জানা যাবে। অর্থাৎ ব্যক্তির নিজস্ব তথ্য। এই কার্ডটি শিশুদের জন্যও তৈরি করা যেতে পারে। ২০১৮ সালে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI শিশুদের জন্য Blue Aadhar Card চালু করেছে। যেটি চাইল্ড আধার কার্ড নামেও পরিচিত। Blue Aadhar Card এর জন্য বয়সসীমা-

নবজাতক বা ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য এই আধার কার্ডের সুবিধা প্রদান করা হয়ে থাকে।

Blue Aadhar Card এর বিশেষত্ব কি?

আধার কার্ডের জন্য সন্তানের আইরিস এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের প্রয়োজন হয় না। সন্তানের আধার কার্ড যাচাই করার জন্য পিতামাতার একজনের আসল আধার কার্ড এবং শিশুদের জন্ম শংসাপত্র প্রয়োজন হবে।

আধার কার্ডের জন্য কিভাবে আবেদন জানাতে হবে?

চাইল্ড আধার কার্ডের জন্য আবেদন জানানো যাবে না। UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করে নিকটবর্তী আধার কেন্দ্র চেক করতে হবে। সঙ্গে নিতে হবে প্রয়োজনীয় নথিপত্র।

আরও পড়ুন »   Railway News:  এটি দেশের প্রথম দূরপাল্লার বিলাসবহুল ট্রেন, যেটি চিতাবাঘের চেয়েও দ্রুত চলে।

Blue Aadhar Card

Blue Aadhar Card এ আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র-

  • জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট,
  • পিতামাতার আধার কার্ড,
  • ঠিকানার প্রমাণপত্র,
  •  স্কুল আইডি (যদি শিশু স্কুলে ভর্তি হয়)।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉 🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇 

👉বড়ো আপডেট EPFO-র সুদ নিয়ে!মুখে হাসি ফুটবে সরকারি-বেসরকারি কর্মীদের,এখনই দেখে নিন।

👉Post Office Scheme:সুখবর সুদ বাড়াল কেন্দ্র! দ্বিগুণ টাকা পোস্ট অফিসের এই স্কিমে

👉 Modi Sarkar:মোদী জমানায় প্রায় দ্বিগুণ মাথাপিছু বেড়েছে আয়,কতগুণ জানেন? জানলে অবাক হবেন।

👉প্যান এবং আধার লিঙ্কিং অনলাইনের জন্য কীভাবে ১০০০ টাকা দিতে হয়? ৩১ মার্চের পর কী ঘটবে, জানা আছে?

👉Duare Sarkar Camp 2023-পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু, কি কি প্রকল্পের সুবিধা মিলবে?

Leave a Comment

ফলো পেজ

G-news