PMMVY Scheme: কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই দেশের সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্প শুরু করেছে। (PMMVY Scheme) ফলে অনেকেই আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এবার আরও একটি প্রকল্প নিয়ে এল কেন্দ্রীয় সরকার। যাকে বলা হয় প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা” (প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা)। এই প্রকল্পটি প্রথমবারের মতো গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে।
প্রকল্পের রেজিস্ট্রেশনের জন্য কী কী নথি প্রয়োজন (PMMVY Scheme)
গর্ভবতী মহিলার প্রথমবার নিবন্ধনের জন্য, মহিলা এবং তার স্বামীর আধার কার্ড এবং ব্যাঙ্কের পাসবুকের জেরক্স থাকতে হবে। কিন্তু এক্ষেত্রে স্বামী-স্ত্রীর যৌথ হিসাব চলবে না।
👉 শপিংমলে বাথরুমের দরজার নীচে ফাঁকা থাকে কেন? জানলে অবাক হবেন! ক্লিক করে জেনে নিন বিস্তারিত
(PMMVY Scheme) কীভাবে টাকা প্রদান করা হয়?
মোট ৩ কিস্তিতে এই প্রকল্পের অধীনে মহিলাদের ৫,০০০ টাকা দেওয়া হয়। প্রথম কিস্তিতে ১০০০ টাকা, দ্বিতীয় কিস্তিতে ২০০০ টাকা এবং তৃতীয় কিস্তিতে ২০০০ টাকা। এই টাকা সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়।
কীভাবে এই প্রকল্পে আবেদন জানাবেন (PMMVY Scheme)?
- ASHA বা ANM-এর মাধ্যমে “প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা” প্রকল্পে আবেদন জানানো যাবে।এর পাশাপাশি অনলাইনেও এই প্রকল্পের আবেদন সম্ভব।
- প্রসঙ্গত উল্লেখ্য, সরকারি বা বেসরকারি হাসপাতালে সন্তান প্রসব হলেও উভয়ক্ষেত্রেই এই প্রকল্পের সুবিধা প্রদান করা হবে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉বড়ো আপডেট EPFO-র সুদ নিয়ে!মুখে হাসি ফুটবে সরকারি-বেসরকারি কর্মীদের,এখনই দেখে নিন।
👉Post Office Scheme:সুখবর সুদ বাড়াল কেন্দ্র! দ্বিগুণ টাকা পোস্ট অফিসের এই স্কিমে
👉 Modi Sarkar:মোদী জমানায় প্রায় দ্বিগুণ মাথাপিছু বেড়েছে আয়,কতগুণ জানেন? জানলে অবাক হবেন।
👉প্যান এবং আধার লিঙ্কিং অনলাইনের জন্য কীভাবে ১০০০ টাকা দিতে হয়? ৩১ মার্চের পর কী ঘটবে, জানা আছে?
👉Duare Sarkar Camp 2023-পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু, কি কি প্রকল্পের সুবিধা মিলবে?