ভারতীয় রেল দেশের (Indian Railways) বিভিন্ন প্রান্তে রেল পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এ ছাড়া মেট্রো রেল পরিষেবার (Metro Rail) উন্নতির জন্য রেলওয়ে অক্লান্ত পরিশ্রম করছে। এভাবেই ইতিহাস গড়তে চলেছে কলকাতায় মেট্রো রেল।
খুব শীঘ্রই গঙ্গার তলদেশে মেট্রো চলাচল শুরু হবে। কাজ শেষ হলেই রিহার্সাল শুরু হবে। গঙ্গার নীচে মেট্রো পরিষেবা কলকাতা এবং হাওড়ার যমজ শহরগুলির মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করবে। শুধু তাই নয়, মেট্রো রেলের এমন প্রচেষ্টা সারা দেশে নজির গড়বে।
👉Indian Railway: ভারতের একমাত্র রাজ্য যেখানে কোনও রেল স্টেশন নেই, জানা আছে কি আপনার
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ৯ এপ্রিল গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলাচল মহড়া শুরু হবে। গঙ্গার নিচে দিয়ে মেট্রো চলাচলের মহড়া শুরু হয়ে যাওয়ার পর শুধু সময়ের অপেক্ষা বাণিজ্যিকভাবে মেট্রো চলাচলের জন্য। তবে বাণিজ্যিকভাবে মেট্রো চলাচলের জন্য মহড়া কতটা সফল হচ্ছে তার দিকে তাকিয়ে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত নতুন মেট্রো রুট খুলে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। যেখানে সুরঙ্গ করে মেট্রো চলাচলের জন্য রাস্তা করা হচ্ছে সেখানে জলের ১৩ মিটার নিচে রয়েছে নদী তট। আর ১৩ মিটার গভীরে করা হয়েছে টানেল। গঙ্গার তল দিয়ে যাতায়াত করা মেট্রো নিঃসন্দেহে বিজ্ঞানের বিরাট অবদান। গোটা দেশে আর কোথাও এমন মেট্রো পরিষেবা নেই।
তবে বাণিজ্যিক পরিষেবা পেতে কলকাতা, হাওড়া-সহ রাজ্যের বাসিন্দাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। কারণ মেট্রো রেল কর্তৃপক্ষ অন্তত ছয় মাস বিভিন্ন পরীক্ষা চালাতে চায়। কলকাতা হাওড়া মেট্রো পরিষেবা সমস্ত ধরণের পরীক্ষা করার পরে চূড়ান্ত অনুমোদনের পরেই সাধারণের জন্য খোলা হবে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Motor Vehicle Act:আপনার নামে ভুল করে ই-চালান আসলে কি করবেন,দেখে নিন পুরো পদ্ধতি।
👉 Modi Sarkar:মোদী জমানায় প্রায় দ্বিগুণ মাথাপিছু বেড়েছে আয়,কতগুণ জানেন? জানলে অবাক হবেন।
👉Duare Sarkar Camp 2023-পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু, কি কি প্রকল্পের সুবিধা মিলবে?