Indian Railway: ভারতের একমাত্র রাজ্য যেখানে কোনও রেল স্টেশন নেই, জানা আছে কি আপনার

ভারতীয় রেলকে বলা হয় দেশবাসীর লাইফ লাইন। ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক।(Indian Railway) সারা দেশে ছড়িয়ে পড়েছে ভারতীয় রেল। প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে রেল পরিষেবা গ্রহণ করে।

স্বাধীনতার পর থেকে সময় যত এগিয়েছে, দেশের প্রত্যন্ত অঞ্চলে রেল পরিষেবা সম্প্রসারিত হয়েছে। সেই কাজ এখনও চলছে। কোনো পরিবহন ব্যবস্থা রেলপথের চেয়ে কম দূরত্বে পৌঁছাতে পারে না।রেলওয়ে ভারতে গণপরিবহনের বৃহত্তম মাধ্যম। (Indian Railway) রেলপথে হাঁটলেও, রেললাইন দেখলেও ভারতীয় রেলের এমন অনেক দিক রয়েছে যা আমাদের অজানা। তার মধ্যে একটি হল ভারতে এমন একটি রাজ্য রয়েছে যেখানে এখনও কোনও রেল স্টেশন নেই।

👉 Slow Fan Reduce Electricity: ফ্যান স্পিড কমালে কম আসে বিদ্যুৎ বিল? জেনে নিন বিল বাঁচানোর ফর্মুলা।

কি অবাক হচ্ছেন? কিন্তু এটা সত্য. যদিও রেললাইন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছেছে, তবে একটি সম্পূর্ণ রাজ্য রয়েছে যেখানে এখনও কোনও রেল পরিষেবা নেই। ভারতের নিচের দিকে এমন একটি রাজ্য রয়েছে যেখানে কোনো রেল স্টেশন নেই।(Indian Railway) তখনও ধরতে পারিনি। তাহলে এর উত্তর দেওয়া যাক। উত্তর-পূর্বাঞ্চলের একমাত্র রাজ্য সিকিম যেখানে রেলওয়ে স্টেশন নেই। NH10 হল একমাত্র রাস্তা যা রাজ্যকে দেশের বাকি অংশের সাথে সংযুক্ত করে।

Indian Railway

তবে সিকিমে রেললাইন সম্প্রসারণের কাজ চলছে। সেই কাজ দ্রুত এগিয়ে চলছে। সম্প্রতি সিকিম সফর করেছেন অশ্বিনী বৈষ্ণব। তিনি 2024 সালের মধ্যে সিকিমে রেল পরিষেবা চালু করার আশ্বাস দিয়েছেন।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉 🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 The Physical Kissing Machine:বাজারে এলো চুমুর মেশিন! দূরে বসেও মোবাইলে পাঠান চুম্বন, অনুভূতি একই, জেনে নিন ৷

👉 Motor Vehicle Act:আপনার নামে ভুল করে ই-চালান আসলে কি করবেন,দেখে নিন পুরো পদ্ধতি।

👉 Modi Sarkar:মোদী জমানায় প্রায় দ্বিগুণ মাথাপিছু বেড়েছে আয়,কতগুণ জানেন? জানলে অবাক হবেন।

👉Pan Card Aadhaar Card Link– আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করলে বন্ধ হবে ব্যাংক অ্যাকাউন্ট? গুরুত্বপূর্ণ আপডেট দেখুন।

👉Duare Sarkar Camp 2023-পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু, কি কি প্রকল্পের সুবিধা মিলবে?

3 thoughts on “Indian Railway: ভারতের একমাত্র রাজ্য যেখানে কোনও রেল স্টেশন নেই, জানা আছে কি আপনার”

  1. Pingback: Indian Railways:প্রথমবার গঙ্গার নিচে চলবে মেট্রো,গড়তে চলেছে ইতিহাস, মহড়া শুরু হচ্ছে এই দিন - UtopiaBangla-A different flavor of

  2. Pingback: বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক | Bangla sasya bima status check online 2022-23

  3. Pingback: PAN Aadhaar Link: মোবাইলে প্যান কার্ড আধার কার্ড লিংক করার সবথেকে সহজ পদ্ধতি, দেখে নিন একদম সহজ পদ্ধতি - UtopiaBangla

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top