পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্যের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে। (WB NEW SCHEME:) এবার রাজ্য সরকার আবারও নির্বাচনের আগে তাদের জন্য বেশ কিছু পরিকল্পনা ঘোষণা করেছে। আপনি এই স্কিমের জন্য আবেদন করলে, আপনি 5,000 টাকা পাবেন৷
এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের তরুণ প্রজন্ম স্বাবলম্বী হতে পারবে বলে মনে করছেন সরকারি আধিকারিকরা। এছাড়া আবেদন করার পর পুরো বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন কারা এই প্রকল্পের অনুদান পাবে।
👉 Gold Silver Price: ফের কমল সোনার দাম! কলকাতায় আজ দর কত সোনা-রুপোর?
এই অনুদান পাওয়ার জন্য যোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করে দেবে সরকার। এই প্রকল্পের সুবিধা পাবেন স্বনির্ভর হতে চাওয়া মৎস্য চাষীরা। আপনি যদি মাছ চাষ করে স্বনির্ভর হতে চান, তাহলে আপনি এই প্রকল্পের মাধ্যমে ৫,০০০ টাকা অনুদান পাবেন। যারা মাছ চাষ করেন সরাসরি তাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে।
👉 Sishu Sathi Scheme : রাজ্যে শিশুদের জন্য চালু হলো নতুন প্রকল্প, কি কি সুবিধা পাবেন? ক্লিক করে বিস্তারিত জানুন
যারা অন্যের পুকুর বা জলাশয় ইজারা নিয়ে মাছ চাষের জন্য মাছের চারা ছেড়ে দেন তাদের এই প্রকল্পের মাধ্যমে সহায়তা করা হবে। আগে সরকার মাছের চারা দিয়ে সাহায্য করত। কিন্তু মাছের চারা ক্রয় নিয়ে নানা সমস্যার মুখে পড়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
মাছ দেওয়ার পরিবর্তে এবার থেকে সরকার টাকা দিয়ে সাহায্য করবে। এই টাকা দিয়ে মৎস্য চাষিরা মাছ কিনে সেই মাছ বিক্রি করে টাকা উপার্জন করতে পারবেন। এই ৫,০০০ টাকার অনুদান পাবেন মোট ৯০০০ জন। তবে চাষিরা একবারেই ৫,০০০ টাকা পাবেন না।
সরকার ধাপে ধাপে টাকা দেবে। প্রথম ১,০০০ টাকা দেওয়ার পর সেই টাকা দিয়ে মাছের চারা কিনে, পুকুরে ছাড়া ইউটিলাইজেশন সার্টিফিকেট দিলে তাহলেই তার পরের অংশ পাওয়া যাবে। এছাড়াও আরও বলা হয়েছে যে, আগামী প্রজন্মকে মৎস্য চাষে উৎসাহিত করার জন্যই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এইক্ষেত্রে বেশি গুরুত্ব পাবেন উপকূলবর্তী জেলা অর্থাৎ হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ার মৎস্য চাষীরা।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉বড়ো আপডেট EPFO-র সুদ নিয়ে!মুখে হাসি ফুটবে সরকারি-বেসরকারি কর্মীদের,এখনই দেখে নিন।
👉Post Office Scheme:সুখবর সুদ বাড়াল কেন্দ্র! দ্বিগুণ টাকা পোস্ট অফিসের এই স্কিমে
👉 Modi Sarkar:মোদী জমানায় প্রায় দ্বিগুণ মাথাপিছু বেড়েছে আয়,কতগুণ জানেন? জানলে অবাক হবেন।
👉প্যান এবং আধার লিঙ্কিং অনলাইনের জন্য কীভাবে ১০০০ টাকা দিতে হয়? ৩১ মার্চের পর কী ঘটবে, জানা আছে?
👉Duare Sarkar Camp 2023-পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু, কি কি প্রকল্পের সুবিধা মিলবে?