LPG Price Today: মধ্যবিত্তের বিরাট স্বস্তি! মাসের শুরুতেই দাম কমলো রান্নার গ্যাসের, দেখে নিন সিলিন্ডার প্রতি দাম

 অর্থনৈতিক বছরের প্রথম দিন অর্থাৎ ১লা এপ্রিল সাধারণ মানুষের জন্য বড় উপহার কারণ রান্নার গ্যাসের দাম কমেছে। (LPG Price Today)রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৯১.৫০ টাকা কমাতে কেন্দ্রের বড় সিদ্ধান্ত। (Cooking Gas LPG) আজ থেকে কার্যকর হচ্ছে বাণিজ্যিক রান্নার গ্যাসের নতুন দাম। ফলে কিছুটা স্বস্তি পাচ্ছেন সাধারণ মানুষ। গত মাসে বাণিজ্যিকভাবে রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ৩৫০ টাকা। চলতি মাসে বাণিজ্যিকভাবে রান্নার গ্যাসের দাম কমেছে ৯১ টাকা ৫০ পয়সা। তবে অভ্যন্তরীণ রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।

👉UPI New Rules:লেনদেনে আসছে বড়ো পরিবর্তন, নতুন নিয়মে খসবে বাড়তি টাকা

ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, ১ এপ্রিল, দিল্লিতে বাণিজ্যিক রান্নার গ্যাসের একটি সিলিন্ডারের দাম ছিল ২,০২৮ টাকা। বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কলকাতায় ২,১৩২ টাকা, মুম্বাইতে ১,৯৮০ টাকা এবং চেন্নাইতে ২,১৯২.৫০ টাকা।

👉Gas and Medicine Price Hike:রান্নার গ্যাস থেকে ওষুধের দাম, ১ এপ্রিলে ৭ নিয়মে বদল,চাপ বাড়বে মধ্যবিত্তের ওপর

এর আগে, দেশের রাজধানী দিল্লিতে বাণিজ্যিক রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম ছিল ২,১১৯ টাকা, কলকাতায় ২,২২১.৫০ টাকা এবং মুম্বাইতে ২,০৭১.৫০ টাকা।(LPG Price Today) এপ্রিলের প্রথম দিনেই কমেছে বাণিজ্যিকভাবে রান্নার গ্যাসের দাম। এবার এক নজরে দেখে নেওয়া যাক ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ১,১০৩ টাকা, কলকাতায় ১,১২৯ টাকা। মুম্বইতে, একটি ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১,১০২ টাকা এবং চেন্নাইতে প্রতি সিলিন্ডারের দাম ১,১১৮.৫০ টাকা৷ টাকা খরচ করতে হচ্ছে সাধারণ মানুষকে।

LPG Price Today

অন্যদিকে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার যে ঘোষণা করা হয়েছিল তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় যাদের কানেকশন রয়েছে তারা আরও এক বছর এই ভর্তুকির সুযোগ পাবেন।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉 🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇 

👉বড়ো আপডেট EPFO-র সুদ নিয়ে!মুখে হাসি ফুটবে সরকারি-বেসরকারি কর্মীদের,এখনই দেখে নিন।

👉High Return Savings Scheme:শুধু সুদ থেকেই ৫ বছরে আয় হবে ৬ লাখ টাকা, জানুন সেরা ঠিকানা

👉 Modi Sarkar:মোদী জমানায় প্রায় দ্বিগুণ মাথাপিছু বেড়েছে আয়,কতগুণ জানেন? জানলে অবাক হবেন।

👉প্যান এবং আধার লিঙ্কিং অনলাইনের জন্য কীভাবে ১০০০ টাকা দিতে হয়? ৩১ মার্চের পর কী ঘটবে, জানা আছে?

👉Duare Sarkar Camp 2023-পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু, কি কি প্রকল্পের সুবিধা মিলবে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top