গোটা ভারত সহ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য একটি বড় সুখবর। এখন থেকে আধার কার্ড আপডেট (Aadhaar Card update) করতে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না। হ্যাঁ, UIDAI দ্বারা প্রকাশিত একটি নির্দেশিকা জানানো হয়েছে যে আধার আপডেট এখন থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে হবে।
এছাড়াও বিভিন্ন চাকরি,সরকারি প্রকল্প,শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Utopiabangla.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
এর আগে, UIDAI দ্বারা জারি করা নির্দেশিকা জানিয়েছিল যে সমগ্র দেশের সাধারণ মানুষের আধার আপডেট করা অপরিহার্য। আর এই আধার আপডেট করতে সাধারণ মানুষকে ৫০ টাকা ফি দিতে হয়েছে। তবে সাধারণ মানুষের সুবিধার জন্য এবার কেন্দ্রীয় সরকার একটি নিয়ম চালু করেছে, যার মাধ্যমে দেশের সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতেই আধার কার্ড আপডেট করতে পারবেন।যদিও এই নির্দেশিকা আরো জানানো হয়েছে যে, শুধুমাত্র অনলাইন -এর মাধ্যমে আধার আপডেট করলেই এই সুবিধাটি পাওয়া যাবে। অন্যদিকে, অফলাইনের মাধ্যমে আধার আপডেট করলে নাগরিকদের আগের মতোই ৫০ টাকা করে ফি জমা দিতে হবে।
👉Duare Sarkar Camp 2023-পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু, কি কি প্রকল্পের সুবিধা মিলবে?
আসুন জেনে নেওয়া যাক ঘরে বসেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনি কীভাবে অনলাইনে আধার আপডেট করতে পারবেন:-
- ১.বাড়িতে বসে আপনার আধার আপডেট করার জন্য প্রথমেই আপনাকে My Aadhaar -এর অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ -এ যেতে হবে।
- ২. এরপর হোম পেইজে থাকা Login অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে আপনাকে আপনার আধার নম্বর এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখে Send OTP বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে, উক্ত OTP টি সঠিক স্থানে লিখে Login অপশনে ক্লিক করে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
- ৩. এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা Document Update অপশনে ক্লিক করতে হবে। উক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে ডকুমেন্ট আপডেট বিষয়ে বেশ কতোগুলো তথ্য আসবে, এই তথ্যগুলি পড়ে নিয়ে Next অপশনে ক্লিক করে আপনাকে পরবর্তী পেজে যেতে হবে।
- ৪. পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনি আপনার নাম, ঠিকানা সহ অন্যান্য তথ্যগুলি দেখতে পারবেন। সমস্ত তথ্য ঠিক থাকলে ওই পেজের নিচে থাকা টিক বক্সে ক্লিক করে Next অপশনে ক্লিক করতে হবে।
- ৫. ডকুমেন্ট আপডেটের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে আপনি আবেদন সংক্রান্ত তথ্যগুলি দেখতে পারবেন এবং Download Acknowledgement অপশনে ক্লিক করে Acknowledgement Slip টি ডাউনলোড করে নিতে পারবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, UIDAI -এর পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ১৫ই মার্চ, ২০২৩ তারিখ থেকে শুরু করে ১৪ই জুন, ২০২৩ তারিখ পর্যন্ত আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা যাবে। প্রাথমিকভাবে, মনে করা হচ্ছে যে গোটা দেশের নাগরিকদের জন্য আধার আপডেটের প্রক্রিয়াকে দ্রুততর করতে কেন্দ্রীয় সরকার এবং UIDAI এই সিদ্ধান্ত কার্যকর করেছে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Utopiabangla.in-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Motor Vehicle Act:আপনার নামে ভুল করে ই-চালান আসলে কি করবেন,দেখে নিন পুরো পদ্ধতি।
👉 Modi Sarkar:মোদী জমানায় প্রায় দ্বিগুণ মাথাপিছু বেড়েছে আয়,কতগুণ জানেন? জানলে অবাক হবেন।