Aadhaar Card Download : আপনার আধার কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে? পুনরায় কিভাবে পাবেন জেনে নিন

আধার কার্ড এখন ভোটার কার্ডের চেয়েও গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে। (Aadhaar Card Download ) আধার কার্ড একজনের পরিচয় যাচাই করতে সাহায্য করে। এছাড়াও, একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, একটি নতুন সিম কার্ড কেনা, একটি প্রকল্পের সুবিধা নেওয়া, বা একটি স্কুল বা কলেজে ভর্তি হওয়ার মতো দরকারী উদ্দেশ্যে আধার কার্ডের প্রয়োজন৷

অনেক সময় আমাদের আধার কার্ড হারিয়ে যায় বা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাই এই পরিস্থিতিতে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। তবে এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি আজকের প্রতিবেদনে। আপনি আপনার মোবাইল ফোন দিয়ে অনলাইনে আধার কার্ড ডাউনলোড এবং ব্যবহার করতে পারেন। জেনে নিন কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন।

Aadhaar Card Download কিভাবে করবেন?

  • সবার প্রথমে আপনাকে UIDAI -এর My Aadhaar পোর্টালে যেতে হবে। পোর্টাল লিঙ্ক – https://myaadhaar.uidai.gov.in/
  • এরপর Download Aadhaar অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখে Send OTP অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনি যদি Masked Aadhaar Card ডাউনলোড করতে চান তাহলে Do you want a Masked Aadhaar? অপশনে টিক করে দিতে হবে, আর যদি অরিজিনাল আধার কার্ড ডাউনলোড করতে চান তাহলে টিক করতে হবে না,
  • এরপর আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটি লিখে Verify & Download অপশনে ক্লিক করতে হবে।
  • ক্লিক করার পর আপনার মোবাইলে আধার কার্ড PDF ডাউনলোড হয়ে যাবে।
  • আপনি এটি প্রিন্ট করেও ব্যবহার করতে পারবেন।

Aadhaar Card Download

আধার কার্ড PDF ওপেন করার সময় পাসওয়ার্ড চাইবে, এই পাসওয়ার্ড হবে আপনার নামের প্রথম চারটি অক্ষর বড় হাতের লিখে জন্ম সাল লিখতে হবে। উদাহরণ- নাম: AKASH KUMAR, জন্ম সাল: 1989. তাহলে পাসওয়ার্ড হবে AKAS1989

                                                                                   

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের Telegram গ্রুপে যুক্ত হন👉 🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇 

👉বড়ো আপডেট EPFO-র সুদ নিয়ে!মুখে হাসি ফুটবে সরকারি-বেসরকারি কর্মীদের,এখনই দেখে নিন।

👉Post Office Scheme:সুখবর সুদ বাড়াল কেন্দ্র! দ্বিগুণ টাকা পোস্ট অফিসের এই স্কিমে

👉 Modi Sarkar:মোদী জমানায় প্রায় দ্বিগুণ মাথাপিছু বেড়েছে আয়,কতগুণ জানেন? জানলে অবাক হবেন।

👉প্যান এবং আধার লিঙ্কিং অনলাইনের জন্য কীভাবে ১০০০ টাকা দিতে হয়? ৩১ মার্চের পর কী ঘটবে, জানা আছে?

👉Duare Sarkar Camp 2023-পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু, কি কি প্রকল্পের সুবিধা মিলবে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top